আমরা জানি যে উন্নয়নশীল দেশগুলির বেশিরভাগ ক্ষেত্রে সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সহায়তা অন্যতম একটি জরুরি প্রয়োজন। সে সব দেশের অসহায় অসচ্ছল মানুষের যখন তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তখন আর্থিক সংকটের কারণে এটি তাদের জন্য এক বিরাট দুঃস্বপ্ন হয়ে ওঠে। এ পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে যে কঠিন মানসিক চাপ ও দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয় তা বলাই বাহুল্য।
উদ্ভাবনী সেবা ও সহায়তা INNOVATIVE CARE AND SUPPORT (ICAS) কানাডায় প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থার লক্ষ্য হচ্ছে অর্থ সংকটে জর্জরিত অসহায় মানুষের জরুরি চিকিৎসা খরচে সহায়তা করা।
অর্থায়নের উৎস:
এ সংস্থার অর্থায়ন আসে দানশীল স্বহৃদয় মানুষের অনুদান থেকে।
২০২১ সালে আমাদের লক্ষ্য হচ্ছে কমপক্ষে এক হাজার স্বহৃদয় ব্যক্তির কাছ থেকে প্রতি জনে ১০০ শত ডলার অনুদান সংগ্রহ করা যা এক কালিন কিংবা কিস্তিতে পরিশোধ করা যেতে পারে।