🆘 মোঃ রানাকে বাঁচান – তার জরুরি চিকিৎসা প্রয়োজন
মোঃ রানা, ১৭ বছর বয়সী এক মেধাবী ছাত্র, গুরুতর আলসারে আক্রান্ত হয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। এক সময় যে ছেলে স্বপ্ন দেখত উচ্চশিক্ষার, আজ সে প্রতিনিয়ত অসহনীয় যন্ত্রণায় ভুগছে। তার বাবা একজন দিনমজুর, যার পক্ষে রানার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব।
ICAS রানার পাশে দাঁড়িয়েছে, কিন্তু আপনাদের সাহায্য ছাড়া এই মানবিক প্রচেষ্টা সফল করা সম্ভব নয়।
🤲 আসুন, আমরা সবাই মিলে রানার ভবিষ্যৎ বাঁচাই।