ফয়েজ আহমেদ বাংলাদেশে সিলেট জেলার কানাইঘাটের একজন প্রান্তিক কৃষক এবং অভাবী লোক। স্ত্রী সন্তান নিয়ে পাঁচ সদস্যের সংসার কোন রকম খেয়ে পড়ে দিন কাটাচ্ছে। পরিবারে একমাত্র উপার্জনকারী সদস্য। তার আয়ের উৎস কৃষি কাজ। সারা বছরের আয় ৫০ হাজার টাকা মাত্র। তাই অভাবের সংসারে চিকিৎসার খরচ মেটানো অসম্ভব।
বেশ কয়েক মাস ধরে পিঠে ও কোমরের দীর্ঘস্থায়ী ব্যথার কারণে তিনি ঠিকমতো হাঁটতে ও কাজ করতে পারছিলেন না। ডাক্তার দেখানোর পর ডাক্তার কিছু প্রাথমিক চিকিৎসা দেন, যা সাময়িকভাবে কাজ করে। পরবর্তী পরীক্ষায় মেরুদণ্ডে হাড়ের ক্ষয় পাওয়া যায়। চিকিৎসার জন্য চিকিৎসক তিন বছরে তিনটি ইনজেকশন নিতে বলেন এবং যদি কাজ না হয় তাহলে মেরুদণ্ডের অপারেশনের প্রয়োজন হবে। কিন্তু ফয়েজ আহমেদের এ চিকিৎসা খরচ বহন করার সামর্থ্য নাই।
আমাদের ভলান্টিয়ার মৌ: মোহাম্মদ উমর ফারুকের মারফৎ ফয়েজ আহমেদ সাহায্যের আবেদন করেন।