৯ বছরের মেয়ে,সাদিয়া থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত

৯ বছরের মেয়ে নাম তার সাদিয়া । মাত্র দের বছর বয়স থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বাবা কোরবান আলী, পেশায় একজন ভ্যান চালক। ( ৩) তিন সন্তান সহ পরিবারের সদস্য সংখ্যা পাঁচ (৫) জন। জমি জমা নেই বললেই চলে। ভ্যান চালিয়ে কোন রকমে সংসার চালালেও মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। নিয়মিত ব্লাড দেওয়া সহ চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না । চোখের সামনে মেয়ে অসুস্থতা দেখে দিশে হারা প্রায়। মেয়েকে বাচাতে হলে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু তার পক্ষে চিকিৎসা চালানো একেবারেই সম্ভব না। তাই মেয়েকে বাচাঁতে ICAS এর নিকট সাহায্য কামনা করছে।

থ্যালাসেমিয়া (ইংরেজি: Thalassemia) একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহণকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা “অ্যানিমিয়া”তে ভুগে থাকেন। অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্ততা থেকে শুরু করে অঙ্গহানি ঘটতে পারে।