রোগীর নাম আতোরা খাতুন। নাটোর জেলার সিংড়া থানার চরতাজপুর গ্রামে একটি দরিদ্র পরিবারে তার জন্ম। স্বামী সন্তান সহ পরিবারের সদস্য সংখ্যা(৫) পাঁচ জন। রোগীরা তিন (৩) ভাই, দুই (২) বোন। রোগীর বড় বোন মানুষিক রোগী। দুই ভাই কৃষকের কাজ করে এক ভাই একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করে। রোগীর স্বামী রিক্সা চালিয়ে জীবন ধারণ করতেছিল। ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ করেই মরণব্যাধি এই ক্যান্সার রোগের কারণে সমস্ত কিছু উলট পালট হয়ে যাায় । দিন দিন সংসারে অভাব দেখা দিতে থাকে। প্রথম দিকে সকলের সহযোগিতায় চিকিৎসার খরচ চললেও বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা একেবারেই বন্ধ বলা যায়। অভাবের সংসারে ক্রমশই অশান্তি বাড়তে থাকে। এক পর্যায়ে স্বামী তাকে রোগীর নিজ বাবার বাড়ি রেখে যায়। বাবা মা বৃদ্ধ। বাবা মৃত্যুশয্যায়ী। একানেও অভাবের সংসারে দিন দিন শুরু হতে থাকে অশান্তি । স্বামীর খারাপ ব্যবহার আর তিন সন্তান নিয়ে জীবন যেন তার অতিষ্ঠ। বর্তমানে ক্যামো থেরাপির অভাবে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে রোগীর জীবন। এমতাবস্থায় রোগীর চিকিৎসা খুবই জরুরী। বিনা চিকিৎসায় নিজ বাড়িতে মৃত্যুর জন্য দিন গুনছে আতোরা খাতুন নামের এই রোগীটি।