সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের একজন সাধারন রাজমিস্ত্রির অতন্ত অল্প বয়সের ছেলে মোহাম্মদ রিফাতুল ইসলাম ক্যান্সার রোগে আক্রান্ত হয় কিন্তু তার পিতা-মাতার পক্ষে চিকিৎসা খরচ বহন করার আর্থিক সামর্থ্য নাই।
তার পরিচিত এক ভদ্রলোকের মারফত কানাডার উদ্ভাবনী সেবা ও সহায়তা সংস্থা – ICAS এর সন্ধান পেয়ে আমাদের কাছে সাহায্য চাওয়া হয়। আমরা তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করেছি। তার আরো সাহায্যের প্রয়োজন। তাকে বেশ কয়েকটি কিমো দিতে হবে।
প্রতিটি কিমো থ্যরাপির খরচ প্রায় টাকা ৫০০০০/- লাগে।
ক্যান্সার আক্রান্ত একটি বালক
